ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. ফজলুর রহমানকে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তার স্ত্রীর করা মামলায় গ্রেফতার হওয়ায় সরকারি কর্মচারী আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার বরখাস্তের আদেশ প্রকাশ করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর মো. ফজলুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে গত ৭ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে।
অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় সরকারি কর্মচারী আইন-২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক গ্রেফতারের তারিখ তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন প্রচলিক বিধিতে তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও জানিয়েছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।