শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা ভবনে যাবেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু গত ১ মার্চ প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর গত পৌনে চার মাসে আনুষ্ঠানিকভাবে তাকে শিক্ষা ভবনে যেতে দেখা যায়নি। শিক্ষা ভবনে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।
গত মঙ্গলবার দুপুর ২টা। শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার ঢুকলেন শিক্ষা অধিদপ্তরে। কিন্তু ছুটিতে ছিলেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। গেলেন নব নিযুক্ত কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক এবিএম রেজাউল করীমের কক্ষে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, হঠাৎ দেখলাম আমাদের অফিসে প্রতিমন্ত্রী মহোদয়। আসার আগে তিনি কাউকেই কিছু জানাননি।
জানা যায়, গত ৯ জুন শিক্ষা ক্যাডার কর্মকর্তা মাহবুবা ইয়াসমিনকে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’ এর উপপরিচালক পদে প্রেষণে বদলিভিত্তিক পদায়ন করা হয়। কিন্তু তাকে যোগদান করতে দিচ্ছিলেন না স্কিম পরিচালক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সালমা বেগম। প্রতিমন্ত্রী শিক্ষা ভবনে যাওয়ার পর উপপরিচালক পদে মাহবুবা বসতে পেরেছেন।
এ্রর আগে কেনাকাটাসহ সবকিছু দুর্নীতি আর প্রকল্প পরিচালনায় চরম ব্যর্থতার দায়ে ২০১৯ খ্রিষ্টাব্দে সরিয়ে দেয়া হয় সালমাকে। সিলেটের এক কলেজে পাঠানো হয় তাকে। সালমা ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্পের পরিচালক ছিলেন।
তিন মাস আগে তিনি নতুন প্রকল্পে নতুন পদে ফিরে আসেন।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।