আজ রোববার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে খোলা ও বন্ধের সর্বশেষ তথ্যের আপডেট দেখুন:
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, হলিক্রস কলেজ , মাইলস্টোন কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ , ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, খিলগাঁও স্কুল এন্ড কলেজ, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ বন্ধ রয়েছে। এছাড়া ঢাকাসহ সারাদেশর অধিকাংশ স্কুল-কলেজ খোলা। রাজধানীর প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, আইএসপিআর-এর নির্দেশনা পাওয়ার পর থেকে প্রতিষ্ঠান খুলেছেন, তবে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম।
তবে রাজধানীর বাইরের প্রতিষ্ঠানে ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে উপস্থিতি সংখ্যা কম থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলা।
দৈনিক শিক্ষাডটকমের ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, তিনি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠান প্রধানরা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠান খোলা রয়েছে ও শিক্ষকরা ক্লাস নিচ্ছেন ।
খোলা থাকা প্রতিষ্ঠানগুলো হলো, ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয়, আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দা জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। জয়শী আজিজিয়া দাখিল মাদরাসা, তেরআনা শাহমাহমুদিয়া আলিম মাদরাসা, নেছারাবাদ জিন্নাতুন্নেছা মহিলা ডিগ্রি মাদরাসা, উত্তম নগর ইসলামিয়া দাখিল মাদরাসা , সারেংগল নেছারিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসা। ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ, শাহমাহমুদিয়া কলেজ, আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ।
এছাড়া, নরসিংদীর বেলাব পাইলট মর্ডান মডেল স্কুল, নারায়ণগঞ্জের হাজী মিছির আলী ডিগ্রি কলেজ, শেরপুরের চন্দ্রকোনা কলেজ, দিনাজপুরের কচুয়া ভবানীপুর দাখিল মাদরাসা, বরিশালের হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নোয়াখালীর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধানরা দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন ।
আজ ১১ আগস্ট সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি অধিদপ্তরের কর্মকর্তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।