দৈনিক শিক্ষাডটকম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরার সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিয়ম-দুর্নীতর শেকড় উচ্ছেদ করা হবে। কোনো দুর্নীতিবাজ কর্মকর্তার ঠাঁই সাতক্ষীরার মাটিতে হবে না।
শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে যেসব কর্মকর্তা ইতোপূর্বে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটিপতি হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে শতভাগ দুর্নীতিমুক্ত পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ভবনের জন্য কাউকে একটি টাকা দেয়া লাগবে না।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল ও ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি)মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাতে গেলে এমপি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামসহ অনেকে।
এরআগে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক গাজীর নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা সাতক্ষীরা সদর এমপি মোহাম্মদ আশরাফুজ্জামান আশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।