ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সেই কার্যক্রমের অগ্রগতি জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময় বেধে দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৩ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীনের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধকল্পে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া সচেতনা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা চালাতে হবে।
এতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতির হার্ডকপি ও সফট কপি আগামী ১৪ আগস্ট দুপুর ১২টার মধ্যে ইমেইলে ([email protected]) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।