দৈনিকশিক্ষা প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার পরিচালনায় একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। এ নীতিমালা চূড়ান্ত করতে অংশীজনদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম)। এ কর্মশালায় গ্রন্থাগার শিক্ষক-গ্রন্থাগারিক ও কর্মকর্তারাসহ মোট ৭৫ জন অংশ নেবেন।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার পরিচালনার জন্য নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। এ নীতিমালার খসড়া যাচাই-বাছাই করে চূড়ান্ত করতেই ওই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। কর্মশালা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার শিক্ষক ও গ্রন্থাগারিকরা অংশ নেবেন।
বিদ্যালয় গ্রন্থাগার সমিতির সভাপতি এ এফ এম কামরুল হাছান ও সাধারণ সম্পাদক আবিদ হাসান এ কর্মশালায় অংশ নেবেন বলে জানা গেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।