সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবি ও ইউজিসির আবাসিক হলে সিট না পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি বিষয়ক পাইলট প্রজেক্টে জবিকেও যুক্ত করার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর বারোটার দিকে এ পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর এগারোটা থেকে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি ও ঐক্য জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয় সমাধানে শিক্ষকদের নিয়ে গঠিত কমিটি।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা শিক্ষকরা তোমাদের দাবির সঙ্গে সংহতি ও ঐক্য জানাচ্ছি। আমরা ইউজিসিকে বলেছি আবাসন না পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি বিষয়ক পাইলট প্রজেক্টে যেনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাখা হয় সেটা তাদেরকে বলেছি। ঢাবি বাজেট পায় ৯০০ কোটি আর জগন্নাথ পায় ১৪০ কোটি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা শহীদ হয়েছে। জগন্নাথের সঙ্গে আর বৈষম্য মানা হবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ইউজিসির সাম্প্রতিক প্রজেক্ট আবারও মনে করিয়ে দিয়েছে যে জবিয়ানরা সবসময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যের শিকার। আমরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি করছি। আশাকরি এই কর্মসূচির মাধ্যমে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে।