দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমরা এমন একটা মানসিকতা তৈরি করেছি, মার্কস না থাকলে কিছুই করতে চাই না। এটা বিশেষ করে শহর অঞ্চলে দেখা যায়, সেজন্য অবশ্যই স্কাউটদের ক্রেডিট দেওয়ার প্রয়োজন আছে। তাদের একটা মার্কিং স্কিমের মধ্যে আনার চেষ্টা করব, আমাদের সন্তানরা সেটা যেন পান। সেই চেষ্টা আমরা করব। আমাদের নতুন কারিকুলামের মধ্যে স্কাউটিং যেন থাকে।
গতকাল বৃহস্পতিবার স্কাউটস দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, স্কাউটিং কার্যক্রমকে শিক্ষাক্রমের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটা আমরা যাতে করতে পারি সেজন্য আমাদের এনসিটিবির যে মূল্যায়ন পদ্ধতি আছে, সেখানেও সেগুলো যাবে বলে আমরা মনে করব।
শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতি থেকে শেখার মানসিকতা যদি না থাকে তা হলে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে কষ্ট হবে। তাই নতুন কারিকুলামে জীবন ও জীবিকাসহ আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে স্কাউটের মতো বিষয় শিখন ফল হিসেবে নির্ধারণ করেছি।