দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎকালে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাজ্যকে প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী। সারাহ কুক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে তাঁর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। পরে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ে পক্ষ থেকে আরো জানানো হয়েছে, উচ্চশিক্ষায় অ্যাক্রিডিটেশন প্রসেস এবং কোয়ালিকেশন ফ্রেমওয়ার্কের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুক্তরাজ্য কিভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে জানতে চান সারাহ কুক। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতার মাধ্যমে কোনো কোর্স চালু করতে চাইলে সরকার তা ইতিবাচকভাবে দেখবে।
সবশেষে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দর্শন সামনে নিয়ে কাজ করবে সরকার। তবে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন।
তিনি আরো বলেন, বৈশ্বিক কোনো শক্তির কাছে বাংলাদেশের সরকার এবং জনগণ মাথা নত করবে না।
বিদেশে পালিয়ে থাকা কোনো ব্যক্তি যদি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সরকার সেটা শক্তিশালীভাবে মোকাবিলা করবে বলেও ব্রিটিশ হাইকমিশনারকে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।