শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে অনশনে রাবি অধ্যাপক - দৈনিকশিক্ষা

শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে অনশনে রাবি অধ্যাপক

রাবি প্রতিনিধি |

দেশের শিক্ষাঙ্গনগুলোতে নৈরাজ্য ও নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রতীকী অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খাঁন। এ সময় তিনি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার ও দখলমুক্ত ক্যাম্পাসের দাবি জানান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেছেন তিনি। বিকাল ৫টা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান।

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খাঁন বলেন, 'সারাদেশে দেখছি যে বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সাধারণর শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। তাদের আবাসিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা একটা চরম মানবাধিকার লঙ্ঘন।'

তিনি বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন সচেতন নাগরিক হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরণের ন্যক্কারজনক অমানবিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা হোক। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন শিক্ষার্থী স্বাভাবিক পরিবেশে, নিরাপদ পরিবেশে পড়ালেখা করবে এটি প্রত্যাশিত। কিন্তু দেখা যাচ্ছে যে, সম্প্রতি যে নৈরাজ্যকর ঘটনাগুলো ঘটছে তা সত্যিকার অর্থে শিক্ষক অভিভাবক তাদের সকলের মনে তাদের সন্তানদের নিয়ে শঙ্কা কাজ করছে। এ ধরণের ঘটনা চলতে দেয়া যায় না।'

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আমাদের দেশের সরকার উন্নয়নের দিকে বেশি মনযোগী। কিন্তু  আমরা জানি উন্নয়নের অন্যতম একটি উপাদান শিক্ষা। ফলে শিক্ষাঙ্গন যদি দিন দিন দুর্বল হয়ে পড়ে তাহলে আমাদের কাঠামো যতই শক্ত হোক না কেন একসময় ভীত ধসে পড়বে।' 

তিনি বলেন, 'ফলে আমরা যদি উন্নত দেশ হতে চাই তাহলে অবশ্যই আমাদের এই মানবিক গুণাবলিগুলোকে বিকশিত করা উচিত। যারা এ ধরণের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করছে তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তা না হলে এটা দিন দিন সংক্রমিত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।' তিনি সরকারকে অনুরোধ করে বলেন, 'শিক্ষাঙ্গনে কেন এ ধরণের নৈরাজ্যকর ঘটনা ঘটছে এবং সরকার নিষ্চুপ থাকছে।'

এর আগে গত বছরের ২৬ জুন রাবির এই শিক্ষক প্রশাসন ভবনের সামনে শামসুজ্জোহা চত্বরে ছাত্রসংগঠনের দখলদারিত্ব, আসন-বাণিজ্য, শিক্ষার্থীদের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে অনশন করেছিলেন এই অধ্যাপক।

বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ - dainik shiksha দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর please click here to view dainikshiksha website Execution time: 0.004086971282959