শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের পৈত্রিক বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা শিক্ষার বিভন্ন দপ্তর-অধিদপ্তরে কর্মরত। তারা হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সকল হত্যাকাণ্ড ও নৈরাজ্যের সুষ্ঠু বিচারের দাবিও জানান তারা।
রোববার (৪ আগস্ট) সকালে শিক্ষা ভবনের সামনে তারা এ বিক্ষোভ করেন।
জানা যায়, ৩ আগস্ট সন্ধ্যায় নগরীর চশমা হিলে শিক্ষামন্ত্রীর পৈত্রিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট এলাকায় বিরোধীদের মিছিলের একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।
হামলার সময় মন্ত্রী বাড়ীতে ছিলেন না। মন্ত্রীর মা বাড়ীর বইরে একটা রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন আর ভাই তার নিজ অফিসে ছিলেন।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান।