শিক্ষার্থীদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ করানো হবে। কাল ৫ ডিসেম্বর সকাল ১০টায় সব মাদরাসায় একযোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমন নির্দেশনার চিঠি সব মাদরাসা প্রধানকে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সারাদেশে একযোগে সব শিক্ষার্থীকে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়।
এমন পরিস্থিতিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ নির্দেশক্রমে পাঠানো হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।