রোটারি ঢাকা ক্লাব অব রাইজিং স্টারস্ রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের অলোক শিক্ষালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা স্কুলটির সুবিধাবঞ্চিত শিশুদের হাতে কম্বল তুলে দেন।
শিশুদের কণ্ঠে সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় কম্বল বিতরণ কর্মসূচি। কর্মসূচিতে বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে কম্বল তুলে দেন ঢাকা রাইজিং স্টারস্-এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী, রোটারিয়ান খায়রুল আলম লিমন এবং রোটারিয়ান বিধান চন্দ্র পাল।
শুরুতে স্বাগত বক্তব্যে অলোক শিক্ষালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আশা ও বিশ্বাস করি শুধুমাত্র শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রেই নয় বরং শিক্ষার আলো ছড়িয়ে দিতে অন্যান্য ক্ষেত্রেও আমরা রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস্ পাশে থাকবে। রোটারির পক্ষ থেকেও রোটারিয়ানরা ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আরও বড় অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ কার্যক্রমটি বাস্তবায়নে রোটারি ইন্টারন্যাশনালের সহযোগী যুব সংগঠন রোটার্যাক্ট-এর ঢাকা রাইজিং স্টারস্ এর তিনজন সদস্য ভূমিকা পালন করেন। তারা হলেন, সুমাইয়া মাহমুদ শশী, খন্দকার ফারমিনা শাম্মী এবং রকিবুজ্জামান ভুঁইয়া।