শিক্ষার্থীদের দাবির মুখে অতিরিক্ত নেয়া ছয় লাখ টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করেছেন ঝালকাঠি সরকারি নাসিং কলেজের অধ্যক্ষ গীতা রানী সমদ্দার।
রোববার নার্সিং শিক্ষার্থীদের টানা তিনদিন বিক্ষোভের পরে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানান জানান তিনি। পরে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেন।
এর আগে প্রতিষ্ঠানের আর্থিক হিসাব পেশসহ ২৩ দফা দাবিতে টানা তিন দিন শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিক্ষোভের শুরু থেকে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।
অবশেষে শনিবার ২৪ আগস্ট রাত ১১টায় ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশায় নার্সিং কলেজের উত্তপ্ত পরিস্থিতির অবসান হয়।
এসময় শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত নেয়া ছয় লাখ টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে একটি লিখিত মুচলেকা দেন অধ্যক্ষ গীতা রানী। টাকাগুলো দুই দফায় শিক্ষার্থীদের ফেরত দেবে বলে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ। এরপর শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি তুলে নিয়ে ছাত্রী নিবাসে ফেরেন।
লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় ২৯ আগস্ট তিন লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ৫ সেপ্টেম্বর তিন লাখ টাকা পরিশোধ করবেন উল্লেখ করে কলেজের অধ্যক্ষ গীতা রানী সমদ্দার। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কামাল হোসেন দুইজনের লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।