শরীরের জন্য ক্ষতিকারক ও চটকদার প্যাকেটজাত বিভিন্ন খাবার থেকে শিশুদের নিরুৎসাহিত করতে টাঙ্গাইলে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করেছে টাঙ্গাইলের শাহীন স্কুল। শুক্রবার শহরের জেলা সদর মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী উৎসবে ২০টি স্টলে সবজি পিঠা প্রদর্শন করা হয়। এতে দেশীয় সবজির তৈরি মজাদার অন্তত চল্লিশ প্রকারের পিঠা শিশুদেরকে আকর্ষণ করে। এছাড়াও আয়োজনে ছিলো শিশুদের বইমেলা, শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী।
শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত ভিন্নধর্মী এ উৎসব শিশু-কিশোর ও অভিভাবকদের মিলনমেলায় পরিনত হয়। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অভিভাবকদের সঙ্গে নিয়ে মেলা চত্বরে জড়ো হতে থাকেন। তারা সবজি পিঠার বিভিন্ন স্টলে ঘুরে বাহারী মজাদার সবজি পিঠার স্বাদ নেয়। এসব পিঠা খেয়ে দারুন খুশী অভিভাবকরাও।
ভাষার মাস উপলক্ষে মেলায় বই মেলার আয়োজনও করা হয়। বেশ কিছু বইয়ের দোকানে স্থান পায় শিশুদের জন্যে লেখা দেশের বরেণ্য লেখকদের বই। এসব স্টল থেকে ছাত্রছাত্রীদের পছন্দের বই কিনতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।