শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক বিপুল চন্দ্র দেবনাথ। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষায় ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি সিনেমা হলে বিভাগের ২০ এর অধিক শিক্ষার্থীদের নিয়ে সিনেমাটি দেখেন ঢাবির ওই সহযোগী অধ্যাপক।
এ বিষয়ে ঢাবি শিক্ষক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশের যে ইতিহাস সেটি আমরা অনেকেই জানি না, বিশেষ করে তরুণ প্রজন্ম। তাদের কাছে এই চলচ্চিত্রটি বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম সেটি জানতে একটি জীবন্ত দলিল হিসেবে কাজ করবে।
এদিকে এ চলচ্চিত্রটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।