সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে স্কুল ছাত্রদের মবের নৃশংসতায় পড়ে প্রধান শিক্ষক মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনা সহায়তায় প্রাণে উদ্ধার পান ওই শিক্ষক। রোববার (২০ অক্টোবর) কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
হামলা ও মারধরের শিকার প্রধান শিক্ষক হযরত আলী জানান, গত ৫ অগাস্টের পরিবর্তিত পরিস্থিতির পর থেকে স্থানীয় একদল সুযোগ সন্ধানীরা তাকে অন্যায়ভাবে সরানোর চেষ্টাসহ হেনস্তার জন্য অপচেষ্টা চালিয়ে আসছিল। যা তিনি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, ইউএনওসহ বিভিন্ন স্থানে অবগত করেন। পূজার দীর্ঘ ছুটি শেষে আজ সকালে স্কুলে গেলে স্থানীয় আজাদ বাহিনী কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তার ওপর হঠাৎ মব সৃষ্টি করে নৃশংস হামলা চালায়।
এ সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। খবর পেয়ে সেনাসদস্যরা দক্ষতার সঙ্গে তাকে উদ্ধার করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস নিজ তদারকিতে উদ্ধারপূর্বক কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালিগঞ্জ থানার এসআই তাপস কুমার ঘোষাল জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার উপস্থিত হয়ে বিশৃঙ্খালাকারীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা করেন। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ প্রদান করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস জানান, সবার সহায়তায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা প্রশাসন কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য চেষ্টা চালিয়ে যাবে।