সরকারি বিধি লঙ্ঘন করে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদরাসায় রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে। তবে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি জানেন না মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, কেরানি স্যার রেজিস্ট্রেশন বাবদ ৮০০ টাকা ফিয়ের কথা জানান। আমার বাবাসহ আমি সুপার হুজুরের কাছে ৫০০ টাকা দিয়ে অনেক অনুরোধ করেছিলাম। এ টাকা না মানায় পরে হুজুরের কাছে ৭০০ টাকা ফি পরিশোধ করি।
ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইবতেদায়ি প্রধান মো. শাহীন আলম দৈনিক শিক্ষাডটকমকে জনান, নবম শ্রেণির রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত ফি নেয়ার জন্য বলা হলেও তিনি আমাকে শিক্ষকের জায়গায় থাকতে বলেন। ৮০০ টাকা নেয়ার কথা বলা হয়েছে, সেভাবেই টাকা আদায় করা হচ্ছে।
জানতে চাইলে সুপার মো. হাবিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা আদায়ের আলোচনা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ মিয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিষয়টি আমার জানা নেই। আমি মাদরাসায় যাচ্ছি। আমিও চাই কম টাকায় শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করুক।
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী দৈনিক শিক্ষাডটকমকে জনান, নির্ধারিত ফি থেকে ১০০ থেকে ২০০ টাকা বেশি নিতে পারে। তবে এর বেশি নেয়ার কোনো সুযোগ নেই।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ নূর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমি দেখতেছি।