ছোট বেলায় প্রায়ই আমাদের স্কুলে যেতে ইচ্ছে করতো না। তখন ভাবতাম, কেউ যদি আমার হয়ে ক্লাসে উপস্থিত থাকতো তাহলে কী দারুণ হতো! এবার শিশুদের মনের এই কল্পনাকে বাস্তবে নিয়ে আসছে জাপান। দেশটির একটি শহরে স্কুলে আসতে না চাওয়া শিশুদের জন্য এক অভিনব পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
এনডিটিভি জানিয়েছে, জাপানের দক্ষিণ-পশ্চিমের শহর কুমামোটোতে, শিক্ষার্থীদের ভার্চুয়াল উপস্থিতির সুবিধার্থে রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে। রোবটগুলো স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে। বাসা থেকে ডিভাইসের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করবে শিক্ষার্থীরা। এর সাহায্যে তারা ক্লাসে অংশ নিয়ে স্কুলের সহপাঠীদের সাথে আলোচনাও করতে পারবে।
মূলত কোভিড মহামারির সময় অন্যান্য দেশের মতো জাপানেও স্কুলে অনুপস্থিতির সংখ্যা বেড়েছিল। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্কুলের ক্লাসগুলোতে যুক্ত করতে অভিনব নানা পদ্ধতির কথা ভাবতে থাকে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এই রোবটের ধারণাটিকে বাস্তবে নিয়ে আসার কথা চলছে। জানা গেছে, রোবটগুলোতে মাইক্রোফোন, স্পিকার এবং ক্যামেরা থাকবে। তারা ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীদের যোগাযোগ করবে।
চলতি বছরের নভেম্বরেই এটি চালু হওয়ার কথা রয়েছে।
কুমামোটো মিউনিসিপ্যাল বোর্ড অফ এডুকেশন বলেছে যে, এই ধরনের উদ্যোগ বিরল। তবে এই পদ্ধতির মাধ্যমে স্কুল ভীতি দূর করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে। রোবটগুলো লম্বা হবে এক মিটার বা তিন ফুট। এই উদ্যোগটি বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপ অনুসারে, ২০২১ খ্রিষ্টাব্দে জাপান জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের স্তরে স্কুল ফাঁকি দেয়া শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ২ লাখ ৪৫ হাজার ছুঁয়েছে। এমন অবস্থায় কুমামোটো শহরের মেয়র কাজুফুমি ওনিশি গত মাসে সাংবাদিকদের বলেন, যে-সব শিক্ষার্থীর স্কুলে যেতে ইচ্ছে করে না, তাদের পড়াশুনার জন্য আরও অনেক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।