গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের তুলশীপাড়া থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর (ধরমণ্ডল) গ্রামের সারোয়ার মিয়ার স্ত্রী আয়শা বেগম (২০), বজলু মিয়ার মেয়ে তছলিমা বেগম (২৫), আহাদ আলীর মেয়ে আখি আক্তার (১৬), ফুকরু মিয়ার মেয়ে শিরিন আক্তার (২২), সালেহ উদ্দিনের মেয়ে শালে আক্তার (২৬) ও রিপন মিয়ার স্ত্রী নাছিমা বেগম (১৯)।
জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের কাজী মো. রওশন হায়দারের স্ত্রী সুলতানা বেগম নিজ কর্মস্থল তালুককানুপুর ইউনিয়নের তালতলা উচ্চ বিদ্যালয় থেকে গোবিন্দগঞ্জ বন্দরে আসেন। সেখানে আদর্শ ওষুধের গলিতে ভ্যান স্ট্যান্ডে একটি ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় ওই ভ্যানে ছিনতাইকারী নারীরাও যাত্রীবেশে ওঠেন। তুলশীপাড়া এলাকায় পৌঁছালে কৌশলে তারা সুলাতানা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের হার খুলে নেয়। বিষয়টি টের পেয়ে ভ্যানচালক স্থানীয়দের সহায়তায় ওই ছয় নারীকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় আটককৃত নারীদের বিরুদ্ধে সুলতানা বেগম বাদি হয়ে মামলা করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, স্বর্ণের হার ছিনতাইকালে স্থানীয়রা তাদের হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার আদালতে পাঠানো হবে।