দৈনিক শিক্ষাডটকম, সুতীর্থ বড়াল: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিফট বিদ্যমান সেগুলো শর্ত সাপেক্ষে চলবে। তবে শর্ত হলো-ভবিষ্যতে এগুলো বন্ধ করা হবে। একইসঙ্গে, চলমান শিফটে নতুন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে আর শিফট খোলার অনুমোদন দেবে না সরকার।
রোববার স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার বিষয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী।
এ সভায আরো সিদ্ধান্ত হয়, যেসব স্কুল-কলেজের শাখা ক্যাম্পাস-ব্রাঞ্চ রয়েছে সেগুলোকে ইআইআইএন নম্বর দেয়ার মাধ্যমে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা হবে। তবে, এ প্রক্রিয়াটা ধীরে চলবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় অনুমোদিত দুই শিফটের স্কুলগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও, নতুন কারিকুলাম চালু হওয়ার প্রেক্ষিতে এমপিওভুক্তির জটিলতা নিরসন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামোও এমপিও নীতিমালা-২০২১ এর ৮ ধারাটি সংশোধন-বাতিল বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্র জানায়।