জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন চীনা ধনকুবের জ্যাক মা। ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নেন আলিবাবার প্রতিষ্ঠাতা। ১২ জুন বিশেষ ক্লাস নেনে জ্যাক মা। ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’–বিষয়ক ওই লেকচারের আয়োজন করে টোকিও কলেজ ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম (জিএলপি)। টোকিও বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
চীনের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে দুই ঘণ্টার ওই বিশেষ ক্লাসে শিক্ষার্থীদের ম্যানেজমেন্ট ফিলোসফি এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সফলতা অর্জনের কৌশল পড়িয়েছেন জ্যাক মা।
টোকিও বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিল্পোদ্যোগ ও উদ্ভাবন সম্পর্কে নিজের অভিজ্ঞতার আলোকে ক্লাস নিয়েছেন জ্যাক মা। ক্লাসে জাপান, চীন, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
গত ১ মে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পান জ্যাক মা। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন।
উদ্যোক্তা ব্যবসায়ী হওয়ার আগে জ্যাক মা ছিলেন ইংরেজির শিক্ষক। গত এপ্রিলে তাঁকে হংকং বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে সম্মানীয় অধ্যাপক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিটিং অধ্যাপক হিসেবে পড়ান। তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের অনারারি (সাম্মানিক) অধ্যাপক হিসেবে তিন বছর পড়াবেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জ্যাক মা রুয়ান্ডা ও ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে পড়াচ্ছেন।
এক ঘটনার পর জ্যাক মাকে খুব একটা জনসমক্ষে দেখা যায় না। চীনের বাইরে হংকং, স্পেন, জাপানের মতো দেশগুলোতেই বেশি দেখা যায় তাঁকে। তবে মার্চে তিনি চীনে ফেরেন।