দৈনিক শিক্ষাডটকম, জবি : শিশুদের প্রতি কঠোর না হতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিরি বলেছেন, অভিভাবদের প্রতি অনুরোধ আপনারা কোমলমতি শিশুদের প্রতি কঠোর হবেন না, জোর করে তাদের প্রতিযোগিতায় ঠেলে দেবেন না। এসবের কারণেই তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হয়।
বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত হিড ইন্টারন্যাশনাল স্কুলের (HEED International School) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরো বলেন, একটি শিশু ছোটবেলা থেকেই ভালো শিক্ষাব্যবস্থার মাধ্যমে গড়ে উঠলে তার ভিতটা অনেক মজবুত হবে। নতুবা তাকে যত বড় ইনস্টিটিউটেই পড়তে পাঠান না কেনো সে ভালো করবে না।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেলবন্ধন প্রয়োজন রয়েছে। আমাদের দেশের প্রেক্ষিতে শিশুদের বিকাশে বিভিন্ন সুযোগ সুবিধা অনেক সীমিত, গ্রামীণ শিশুদের তুলনায় শহরের শিশুরা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে।
অনুষ্ঠানে হিড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ টলবার্ট ডোবেসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।