নওগাঁয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ত্রিশ জন শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চকদেব জনকল্যান পাড়ায় হুমায়ন কবির শিশু পার্কে শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। বিশেষ অতিথি ছিলেন বলিহার ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মুসফিকুর রাইহান মাহিন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, মুক্ত রোভার গ্রুপের ইউনিট লিডার আতিকুর রহমান। এছাড়া রোভার মাহি, মালেক, সাথী, স্কাউট শেখ রাসেল, শাহরিয়ার, নুসরাত, রাকিবসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুক্ত রোভার গ্রুপের ইউনিট লিডার আতিকুর রহমান জানান, ঈদসহ অন্যান্য উৎসবে নতুন জামা কাপড় ও শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে উষ্ণ কাপড় বিতরণ করে আসছে নওগাঁ মুক্ত রোভার স্কাউট গ্রুপ। এবছর ঈদ উপলক্ষে শহরের ৩০জন শিশুকে নতুন তৈরি পোশাক দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা বলেন, রোভার গ্রুপকে সহযোগীতা করার চেষ্টা করে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।