দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : তীব্র শীতে প্রকোপে কুড়িগ্রামের হাইস্কুল ও মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়গুলো বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার ও এর পরদিন শনিবারের আবওহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম দৈনিক শিক্ষাডটকমকে তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ডিডি স্যারের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার থেকে জেলার সব হাইস্কুল ও মাদরাসা বন্ধ রাখতে বলা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
তিনি আরো জানান, শুক্রবার ও শনিবারের আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে হাইস্কুল-মাদরাসাগুলোকে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি। জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে স্কুল খুলে যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।