পারস্পারিক বদলি নীতিমালা সংশোধন করে অধিদপ্তর নির্বিশেষে শূন্য পদে বদলির দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি- গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
তারা বলেন, শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে সরকারের অধীনন্ত কর্মকর্তারা পারস্পারিক বদলির প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো- এ প্রজ্ঞাপন দিয়ে ১ শতাংশ শিক্ষকও উপকৃত হবে না। তাই এমপিও নীতিমালা অনুযায়ী সমপদে শূন্যপদে বদলির প্রয়োজন। মাদরাসা ও কারিগরির বদলি পরিচালনা করবে মাদরাসা ও কারিগরি অধিদপ্তর এবং স্কুল ও কলেজের বদলি পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অথচ সবার নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ। তাই বদলির নীতিমালা প্রণয়নে নিয়োজিত কর্মকর্তাদের কাছে অনুরোধ একই সফটওয়্যারের মাধ্যমে স্কুল, কলেজ থেকে মাদরাসা ও কারিগরি এবং মাদরাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে শূন্যপদের বিপরীতে বদলির ব্যবস্থা চালু করা, তা না হলে বদলির ক্ষেত্রে বৈষম্য থেকে যাবে এবং নিজ জেলায় পদ পাওয়া কষ্টকর হয়ে যাবে।
তারা আরো বলেন, এনটিআরসিএ‘র মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের পারস্পারিক বদলি নীতিমালা- সংশোধন করে সব বৈষম্য দূর করে মাদরাসা ও কারিগরি থেকে স্কুল-কলেজ এবং স্কুল-কলেজ থেকে মাদরাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটয়্যারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করলে শিক্ষক সংকট দূর হবে।
বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি- গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি ও পালন করেন শিক্ষকরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।