আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি: বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের বিচ্যুতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় জাতীয়করণের আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, আমি আপনাদের (স্বাশিপ) ওপর কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই। আপনারা সত্যিকার অর্থে স্বাধীনতা বিশ্বাসী শিক্ষক। আপনারা মহান পেশায় নিয়োজিত আছেন এবং এই মুহূর্তের জায়গা থেকে শিক্ষার্থীদের জিম্মি করেননি। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বঙ্গবন্ধুর কন্যার ওপর আপনাদের যে আস্থা ও বিশ্বাস রয়েছে এবং তার যে যৌক্তিক ভিত্তি রয়েছে এবং আপনারা ধৈর্য ধরে আছেন। আপানারা আশায় আছেন। আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আপনাদের এই দাবি-দাওয়া, যতো দ্রুত সম্ভব তার সব কিছুই পূরণ করা হবে।
মন্ত্রী বলেন, হঠাৎ করে জাতীয়করণের যে কথা উঠলো এখানে এতো রকমের ভাগ রয়েছে। যারা সরকারিতে, এমপিও, ননএমপিও, সবার আলাদা আলাদা দাবি। বিষয়টি ভালোমতো বুঝে জটিলতাগুলো দূর করে কাজটি করতে হবে।
তিনি বলেন, যারা আমাদের নামে রাস্তায় দাঁড়িয়ে কুৎসা রটাচ্ছেন তারা সরকারকে সহযোগিতা করতে চান না। তারা সরকারের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিলো, তারা আসতে রাজি না। তখন সে সময়ে বিএনপির একটি সমাবেশ ছিলো, তারা সেই সমাবেশে থাকবে, তাদের উদ্দেশ ছিলো ভিন্ন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, কিন্তু কেউ যদি মনে করে আওয়ামী লীগ সরকার এতো দুর্বল হয়ে গেছে যে তারা যা খুশি তাই করবে, শিক্ষার্থীদের জিম্মি করে। নতুন কারিকুলাম শুরু হয়েছে। এ সময় শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের মৌসুম মনে করে বিরোধী দলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাবার জন্য তারা রাজপথে বসবে। সেটিকে প্রশ্রয় দেয়ার কারণ নেই।
স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সহ-সভাপতি ও সাবেক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।