বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রথম রাতেই তার মায়ের নামে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। নতুন নাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও গুগল ম্যাপে ইংরেজিতে থাকা 'Bangamata Sheikh Fazilatunnesa Mujib science and Technology University' নামটি পরিবর্তন করে 'Jamalpur Science and Technology University' করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে থাকা বর্তমান নামের সাইনবোর্ড ছিঁড়ে ফেলে। এরপর রাত তিনটার দিকে সাদা কাপড়ে লাল রঙের কালিতে নতুন নাম ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লিখে প্রধান গেটে থাকা পূর্বের নামের স্থানে ঝুলিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের নামটি বেশ বড় হওয়ায় প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে শেখ হাসিনা সরকার পতনের পর পরই জোরালোভাবে নাম পরিবর্তনের দাবি উঠতে থাকে।
বর্তমান নাম পরিবর্তন করে নতুন নাম হিসাবে শিক্ষার্থীদের দাবিতে বারবার দুটি নামই উঠে আসছে। বিশ্ববিদ্যালয়টি যেহেতু জামালপুরে অবস্থিত তাই নামটি 'জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' হওয়াটাই উচিত। আবার কিছু শিক্ষার্থী বলছে যেহেতু জেলাটি ধর্ম প্রচারক হযরত শাহ জামাল (রহ.) এর নামে তাই বিশ্ববিদ্যালয়টির নতুন নাম তার নামেই রাখা যেতে পারে।
রাতে গেটে নাম পরিবর্তন করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'স্বৈরাচারীর মায়ের নামে আমাদের বিশ্ববিদ্যালয় নাম হতে পারে না। তাই রাতেই আমরা কাপড়ে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম লিখে দিলাম। আশা করি এই নামেই দেশসহ বিশ্ববাসীর কাছে সুনামের সঙ্গে পরিচিত হয়ে উঠবে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে নাম পরিবর্তনের দাবি তুলে ধরছেন। তার মধ্যেই একজন ব্যবস্থাপনা বিভাগের শাকিল খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের নাম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক।’