দৈনিক শিক্ষাডটকম, বাগেরহাট: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব-১৪৩১ উদযাপন করা হয়েছে।
গত রোববার সকালে জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বপন দাশ অডিটোরিয়ামে শেষ হয়।
অর্থনীতি বিভাগের প্রভাষক তপতী রাণী ধরের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ, অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আহবায়ক দিপংকর রায়।
এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী এনএসআই কর্মকর্তা শেখ শরীফুল ইসলাম, এসকে জাহিদ হাসান, সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ, প্রভাষক চন্দ্র শেখর অধিকারী, অঞ্জ বিশ্বাসসহ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন অধ্যক্ষ বটু গোপাল দাস, শেখ মাহবুবা ফেরদৌসী, নাজমা খানমসহ প্রমুখ।