শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শেখ রাসেল দিবস উদযাপন - দৈনিকশিক্ষা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ। শেখ রাসেল ১৯৬৪ খ্রিষ্টাব্দের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকাল সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে কলেজের সব শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অতঃপর অধ্যক্ষ বটু গোপাল দাস শেখ রাসেল দেয়ালিকায় ‘শেখ রাসেলের জন্মদিন সংখ্যা-২৩’ এর শুভ উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধু পুষ্প কাননে গাছের চারা রোপণ করেন। এরপর শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

প্রভাষক সাইদুর রহমান উপস্থাপনায় এবং অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, রাসেল একটা উচ্ছ্বাস, একটা স্বপ্ন, একটা প্রেরণার নাম, শেখ রাসেল আমাদের স্বপ্ন দেখায়। এছাড়াও সভাপতি মহোদয় তার বক্তব্যে এ বছর শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং শেখ রাসেলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যঞ্জয় কুমার দাশ, মো. সিরাজুল ইসলাম, সালমা খাতুন এবং  প্রভাষক চন্দ্র শেখর অধিকারীসহ প্রমুখ। 

সবশেষে জন্মদিনের কেক কাটার মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর সমাপ্ত হয়।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের - dainik shiksha ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু - dainik shiksha ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা - dainik shiksha জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার - dainik shiksha পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ - dainik shiksha পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে - dainik shiksha কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে please click here to view dainikshiksha website Execution time: 0.021060943603516