সাভারের আশুলিয়ায় শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় শ্রমিক হত্যার বিচার ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।
সজীব আহমেদ বলেন, ‘এই রাষ্ট্রের ব্যায়ভার চলছে কাওসার আর চম্পাদের মতো নিরীহ শ্রমিকদের টাকায়। অথচ সরকারের পুলিশ বাহিনী যে অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালিয়েছে, সেই অস্ত্র- গুলি শ্রমিকের টাকায় কেনা। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই বিশ্ববিদ্যালয়ও চলে শ্রমিকের টাকায় চলে, আমার শিক্ষকের বেতন হয় শ্রমিকের টাকায়। দেশের একজন নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এই শ্রমিকদের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শ্রমিকের পাশে দাঁড়িয়েছি। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দায় অন্তর্বর্তী উপদেষ্টা সরকারকে নিতে হবে।’