দৈনিক শিক্ষাডটকম, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনে গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই চেয়ারম্যান পদপার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছেন কমিশনার। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেন।
এর আগে জামিল হাসানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একাধিকবার শোকজ করেছে নির্বাচন কমিশন। জামিল হাসানকে নির্বাচন কমিশনের পাঠানো ওই চিঠিতে লেখা ছিলো শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনার প্রার্থিতা কেনো বাতিল করা হবে না এবং আইনানুগ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে না, এ বিষয়ে ১৫ মে বেলা ১১ টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনে সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে উল্লেখিত তারিখ এবং সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।