নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এ মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণির মোট ১৪টি মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তবে সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
এ বিষয়টি জানালে অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি দেখছি।
জানা গেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষন্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী ৭ জুন থেকে শুরু হবে। আগামী ১৮ জন পর্যন্ত সামষ্টিক মূল্যায়ন চলবে। এর আগে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রস্তুতিমূলক সেশন চালাতে হবে স্কুলগুলোকে।
দৈনিকশিক্ষাডটকমের পাঠকদের জন্য ষষ্ঠ শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা তুলে ধরা হলো।
ষষ্ঠ শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা দেখতে ক্লিক করুন :
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।