চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ষাণ্মাসিক মূল্যায়ন নিয়ে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক মো. নাজমুল হোসাইনের সঞ্চালনায় গত সোমবার রাতে এ কর্মশালা হয়।
এ কর্মশালায় ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ আলোচনায় মূল্যায়নের দিন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ চালু থাকা এবং নৈপুণ্য অ্যাপে কীভাবে শিক্ষার্থীদের শিখনকলীন ও ষাণ্মাসিক মূল্যায়নের তথ্য আপলোড করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় জেলার প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তা, অ্যাকাডেমিক সুপারভাইজার, সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাস্টার ট্রেইনারগণ সংযুক্ত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামীকাল জুলাই থেকে সারা দেশের ন্যায় আমাদের জেলায় শুরু হচ্ছে ষাণ্মাসিক মূল্যায়ন। এ মূল্যায়ন নিয়ে যেনো শিক্ষকদের মাঝে কোনো দ্বিধা না থাকে সে জন্য আমি এ আয়োজন করেছিলাম।