দেশব্যাপী সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীলদলের একাংশ এ মানববন্ধন করেন।
নীল দলের সভাপতি অধ্যাপক ড.নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মোমিন উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, অধ্যাপক ড.মোস্তফা কামাল, ফারুক হোসেন, মহিউদ্দিন মাহি, আরিফুল আবেদসহ অর্ধশত শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ শিক্ষার্থীরা এতে অংশ নেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ বলেন, সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, ২০০১ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে হারানো হয়েছিল। আর ১৯৯১ খ্রিষ্টাব্দের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো হয়েছিলো। আমরা এখন সতর্ক।
মানববন্ধনে নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বিএনপি জামাতের আগ্রাসী চেহারা আবার প্রকাশ পাচ্ছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বাংলাদেশের ইতিহাসে তারা একটি কলঙ্কজনক নাম।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম বলেন, বিএনপি জামায়াতের দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র ঢালে পানি পাচ্ছে না। অন্যদিকে শেখ হাসিনার সুনাম অর্জন সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে তারা বাধা গ্রস্থ করছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।