পটুয়াখালীর কলাপাড়াসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, উপাসনালয় ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনে জড়িত দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. সুভাষ চন্দ্র মিত্র।
বক্তব্য দেন মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক টেনসুয়ে রাখাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কর্মকার, নমিতা দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বসতঘর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের সঙ্গে-সঙ্গে এভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে দেশ স্বাধীনের পর থেকে। তাই এ নির্যাতন বন্ধে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।