দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কোনো ব্যাক্তিকে সংবার্ধনা দিতে বা তাঁর প্রতি সম্মান প্রদর্শনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। কাউকে সংবর্ধনা দিতে বা কোনো কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে স্কুল-কলেজ ছুটি বা ক্লাস বন্ধ করা যাবে না। সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিন্মমাধ্যমিক স্কুল এবং সরকারি-বেসরকারি কলেজগুলোকে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিন্মমাধ্যমিক স্কুল এবং সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় এ নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। আর এর আগে গত মঙ্গলবার কলেজের শিক্ষাপঞ্জি প্রকাশিত হয়েছিলো।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক নেতাকে সংবর্ধনা দিতে বা তারা প্রতিষ্ঠান পরিদর্শনে আসলে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়। অনেক সময় ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়। তবে বেশ কয়েকবছর ধরেই শিক্ষা মন্ত্রণালয়ে এর বিরোধীতা করছে। আগামী শিক্ষাবর্ষেও কোনো ব্যাক্তিকে সংবার্ধনা দিতে বা তাঁর প্রতি সম্মান প্রদর্শনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো বা ক্লাস বন্ধ ঘোষণা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত স্কুলের শিক্ষাপঞ্জিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব রোকেয়া পারভীন স্বাক্ষরিত সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।