তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গিয়েছিল বাংলাদেশ।
হাইকোর্টে রিটটি করেছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ দু’জন ভোটার। সাথে ছিলেন আরও কয়েকজন। শুনানি শেষে, ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। এতে, বিবাদী করা হয়েছে পাঁচটি পক্ষকে।
২০১১ খ্রিষ্টাব্দের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তাছাড়া, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেয়া হয় এই সংশোধনীতে। সেসময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।
জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়। বিরোধী দল বিএনপি’র বর্জনের মধ্যেই ২৯১ ভোটে বিলটি পাস হয়।