ঢাকা টেস্টে ভারতকে ১৪৫ রানের ছোট টার্গেট দিলেও তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমে তুলেছে টাইগার বোলাররা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০০ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬ উইকেট। তবে সকালে উইকেট নিতে পারলে জেতা সম্ভব বলছেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস।
তৃতীয় দিনে শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, 'সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক, বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।'
ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে মনে করছেন লিটন। তিনি আরও বলেন, 'অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে।'