সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে শিগগিরই রদবদল হবে। এই রদবদলের সম্ভাব্য তালিকায় রয়েছে অর্থবিভাগ, বিদ্যুৎ বিভাগ, সেবা ও সুরক্ষা বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সচিব পদ। এসব পদে বদলি বিষয়ক একটি সার সংক্ষেপ গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ঊর্ধতন সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে, কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো সংক্রান্ত নতুন আইনের আওতায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানে আরো পাঁচ জন সদস্য নিয়োগ দেয়া হবে। বর্তমানে পিএসসিতে ১৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে একজনের মেয়াদ শেষ হচ্ছে আসছে জুলাই মাসে।
প্রশাসনিক পরিমণ্ডলের আলোচনা থেকে শোনা যাচ্ছে, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালক পদে মনোনয়ন দেয়া হতে পারে। সেক্ষেত্রে নতুন অর্থ সচিব হতে পারেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান। আর সেবা ও সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেয়া হতে পারে। পরিকল্পনা কমিশনের একজন সদস্যকে অপর একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হতে পারে।
এছাড়া অতিরিক্ত সচিব পদে কিছু রদবদলসহ বেশ কয়েকজন চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন বলেও শোনা যাচ্ছে। মাঠ প্রশাসনে ডিসি হিসেবে নিয়োগের জন্য এরই মধ্যে তৈরি করা ফিট লিস্ট থেকে বেশ কয়েকজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। পছন্দের পদে নিয়োগ পেতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।