সনদ জালিয়াতির ঘটনায় ডিনসহ অভিযুক্তদের শাস্তির দাবি বাউবি শিক্ষার্থীদের - দৈনিকশিক্ষা

সনদ জালিয়াতির ঘটনায় ডিনসহ অভিযুক্তদের শাস্তির দাবি বাউবি শিক্ষার্থীদের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন প্রোগ্রামের শিক্ষার্থীরা এলএলবি সনদ জালিয়াতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে। মানববন্ধনে টাকার বিনিময়ে সনদ প্রাপ্তির ঘটনায় ডিনসহ অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে। এর আগে গণমাধ্যমে পরীক্ষা না দিয়ে টাকার বিনিময়ে এলএলবি সনদ পাওয়ার অভিযোগ আসে। এ ঘটনায় সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহসহ ৫ জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।   

শুক্রবার (১৭ মে) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। শিক্ষার্থীরা অভিযুক্তদের শাস্তি দাবিসহ ৬ টি দাবি জানায়।  

 

এদিকে গণমাধ্যমে অভিযোগ আসার পরপরই তাৎক্ষণিক ফলাফলের সার্ভার রুম সিলগালা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরীনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি জালিয়াতির ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে বরখাস্ত করেছে।

ক্লাস-পরীক্ষা ছাড়াই মাত্র ৭০ হাজার টাকায় এলএলবির ভ্যারিফায়েড মার্কশিটসহ সনদ বিক্রি করছে বিশ্ববিদ্যালয়ের একটি চক্র। দালালদের যোগসাজসে এই কর্মকাণ্ড সম্পন্ন হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার বিভাগ থেকে।

মানববন্ধনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৬টি দাবি উপস্থাপন করে। 

দাবিগুলো হলো: এলএলবি (অনার্স ) সনদ বিক্রি ও জালিয়াতির সঙ্গে জড়িতদের স্হায়ী ভাবে বহিষ্কার করতে হবে এবং কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের কাছে বাউবি শিক্ষার্থীদের মান, পড়াশোনার মান ও সনদের মানের স্বচ্ছতা তুলে ধরতে হবে।

স্হগিত হওয়া 'স্কুল অব ল' সর্বোচ্চ ১ মাসের মধ্যে চালু করতে হবে। এই দাবি বাস্তবায়ন উদ্যোগ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সকল এলএলবি সনদ ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন এর ক্ষেত্রে ভর্তি আবেদন থেকে শুরু করে, পরীক্ষায় অংশগ্রহণের শীটের স্বাক্ষরসহ সকল বিষয় যাচাই-বাছাই করতে হবে। অযোগ্য, দুর্নীতি অনিয়ম ঠেকাতে ব্যর্থ সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের ডিন জাহাঙ্গীর আলমের অনতিবিলম্বে পদত্যাগ চাই । এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত আধুনিক বাউবি গড়ার অঙ্গীকার করতে হবে।

চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - dainik shiksha চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ ঢামেকে একজনের মৃত্যু - dainik shiksha ঢামেকে একজনের মৃত্যু জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ - dainik shiksha জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ - dainik shiksha বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর - dainik shiksha শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031759738922119