দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রে বই, ইলেক্ট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ/ওয়ালেট, তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য সব ধরনের ডিভাইস, ব্যাগ ও নিষিদ্ধসামগ্রীসহ কোনো পরিক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্রের গেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে পূর্বে উল্লিখিত নিষিদ্ধসামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় প্রয়োজনে যে-কোনো পরীক্ষার্থীর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে সমুন্নত রেখে তার মুখমণ্ডল ও কান প্রদর্শনের জন্যও বলা হতে পারে।
পরীক্ষা চলাকালে কোনো পরিক্ষার্থীর নিকট উপর্যুক্ত নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট পরিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে বারিত করা হবে। এ ছাড়া সকাল ১০টা ৫৫ ঘটিকার মধ্যে সব পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।