নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ফেল করা ছাত্রীরা সপ্তম শ্রেণিতে প্রমোশনের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থী ও ও অভিভাবকরা।
এর আগে তাদের অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সন্তানদের ভর্তির বিষয়ে কয়েকটি দাবি তুলে ধরেন। সন্তানদের সপ্তম শ্রেণিতে প্রমোশনের জোর দাবি জানান।
মানববন্ধনে বলা হয়, সরকারি নিয়ম দুই রকম না একরকম করতে হবে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫-৭ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হয়েছে দাবি করে শিক্ষার্থী তাদেরও প্রমোশন দিতে হবে। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশনের মতো ২-৩ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ক্লাস প্রমোশন দিতে হবে। নতুন শিক্ষা কারিকুলামের সঙ্গে আগের ক্লাসের শিক্ষা কারিকুলামের মিল নেই। সেজন্য ক্লাস প্রমোশন দিতে হবে।
অভিভাবকরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভর্তি না করায় তাদের মানসিক বিপর্যয় ঘটছে। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এ ক্লাসে ফল খারাপ করলেও পরের ক্লাসে নাও করতে পারে।
জানতে চাইলে প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বার্ষিক পরীক্ষার পর বিভিন্ন শ্রেণিতে এক, দুই, তিন বা তারও অধিক বিষয়ে অকৃতকার্য ছাত্রীদের জন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর সিদ্ধান্ত মেনে অকৃতকার্য অনেক ছাত্রী আবারও সে ক্লাসে ভর্তি হয়েছেন। অনেক অভিভাবক সিন্ধান্ত মেনে তাদের সন্তানদের টিসি নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও করেছেন।