দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলা নববর্ষ উদযাপনের সব প্রাইমারি স্কুলে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে প্রাইমারি স্কুলগুলো বাংলা নববর্ষ উদযাপন করবে। বাংলা নববর্ষ উদযাপনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) আদেশটি মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, গত ৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সব প্রাইমারি স্কুলে নববর্ষ উদাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়।
প্রশাসন অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলা নববর্ষ উদযাপনে অনুষ্ঠানে আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনট্যাঞ্জিবল কালচারাল হ্যারিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে। সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নেয়া কর্মসূচি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
আদেশে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ৪ এপ্রিল জারি করা আদেশটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) আদেশটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির মর্ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।