এবারের উচ্চমাধ্যমিকে ফেল করা কতিপয় শিক্ষার্থী অটোপাসের দাবিতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুরসহ নানা তাণ্ডব চালিয়েছে। এমন ঘটনার প্রেক্ষিতে সব শিক্ষা বোর্ডে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার মন্ত্রণালয় ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, একই ঘটনার পুরাবৃত্তির আশঙ্কা থেকে সব বোর্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।
এর আগে গতকাল এইচএসসির ফল পরিবর্তন ও পাসের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন অকৃতকার্য শিক্ষার্থীরা। তারা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে নানা শ্লোগান দেন। কয়েকটি স্থানে সড়কও অবরোধ করে রাখেন। আন্দোলনে একাধিক বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তা- কর্মচারীরা পরীক্ষার্থীদের কাছে অবরুদ্ধ হয়ে পড়েন।
ধাক্কাধাক্কিতে অন্তত ছয় শিক্ষার্থীর আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকাশিত ফলকে বৈষম্যমূলক বলছেন। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিং করার দাবি অধিকাংশের। তবে একাংশ প্রাথমিক সমাপনী পরীক্ষারা ফলের ভিত্তিতে এইচএসসির ফল দেয়ার দাবি জানিয়েছেন।