আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সব স্কুল-কলেজে বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দিবসটি পালনে এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। আর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রঙ্কন করে তা প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থান করবেন শিক্ষার্থীরা।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অধিদপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সব শিক্ষা প্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালনের জন্য নির্দেশক্রমে বলা হলো।
অধিদপ্তরের ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকার উপস্থাপন করবে। শহীদ বুদ্ধিজীবীদের জন্য উপস্থাপিত শেখ রাসেল দেয়ালিখার তিনটি ছবি তুলে ইমেইলে ([email protected]) অধিদপ্তরে পাঠাতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।