সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমকর্মী আইন করা হবে : আইনমন্ত্রী - দৈনিকশিক্ষা

সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমকর্মী আইন করা হবে : আইনমন্ত্রী

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমকর্মী আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। গণমাধ্যমকর্মী আইনের যেসব জায়গায় সাংবাদিকদের আপত্তি রয়েছে, সেগুলো সংশোধন করে সবার মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য আইন করা করা হবে। 

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর গণমাধ্যমকর্মী আইনটি এখন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশকিছু ধারা নিয়ে সাংবাদিক মহল আপত্তি তুলেছেন, তাই এগুলো নিয়ে তথ্য ওই স্থায়ী কমিটির সঙ্গে সাংবাদিক নেতা ও মালিক পক্ষকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য আইন করা হবে। এই আইন যেহেতু তথ্য মন্ত্রণালয় করেছে, তারপরও আমি ব্যক্তিগত উদ্যোগে সবার মতামত নিয়ে যেন আইনটি হয়, সেটি করবো।  

আনিসুল হক বলেন, গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ব। তাই এখানে আইন, রেগুলেটরি বডি করার সময় এসেছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আইন করার পক্ষে আমি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব ভালো-মন্দ দেখে গ্রহণযোগ্য একটা গণমাধ্যমকর্মী আইন যেন সংসদে পাস করতে পারি সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সত্যের পক্ষে। মিথ্যার সঙ্গে সত্যের লড়াইয়ে সাংবাদিকদের পক্ষে সরকার। সত্য উদঘাটন করে আপনাদের সঙ্গে আমরা সহযাত্রী। 

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা নিয়ে আপনাদের মধ্যে থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক উঠেছিল। সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। যেসব সমস্যা ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপক ড. এজেডএম শফিউল আলম ভূঁইয়া, বিজেসির সদস্যসচিব শাকিল আহমেদ, বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা ও নুর সাফা জুলহাস, প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের সহধর্মিনী ফৌজিয়া বেগম মায়া প্রমুখ।  

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030357837677002