অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার চায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ হোক। বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ করতে হবে। যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার মূল বিষয়ে নজর দিতে পারে ও বিশ্বের অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের দেশকে এগিয়ে নিতে পারে। এজন্য ক্যাম্পাসগুলোতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। এছাড়াও ক্যাম্পাসগুলোতে যেন কোনভাবেই সন্ত্রাসীদের আখড়া বানাতে দেয়া না হয় সেজন্য সরকার চেষ্টা করছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করত হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেন নিষিদ্ধ হয়েছে তা নিয়ে কিছু লোক প্রশ্ন তুলেছেন, সমালোচনাও করেছেন। যা সামনে এনে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।