দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে সব ক্ষেত্রে গবেষণা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড সেরেমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্মার্ট হতে হবে। গবেষণার ক্ষেত্রে সরকারের তরফে সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। গবেষণা খাতে তহবিল বরাদ্দসহ সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সরকারের এই সহযোগিতা গ্রহণ করে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে দেশের শিক্ষাবিদ বিজ্ঞানী ও গবেষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. এ কে এম আব্দুল মালেক আজাদ।
অনুষ্ঠান শেষে জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের জন্য অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী।