সরকারি করা কলেজে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে পাওয়া স্ব-স্ব গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতা নির্ধারণ ও দ্রুত নিয়োগ দেয়ার দাবিতে ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
সহকারী অধ্যাপক (নন ক্যাডার), সহযোগী অধ্যাপক (নন ক্যাডার), অধ্যাপক (নন ক্যাডার) পদে পদোন্নতির উপবিধি প্রণয়ন করে দ্রুত পদোন্নতিসহ পাঁচ দফা দাবি করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলের চাকরিকালের শতভাগ সময় সরকারি চাকরিকাল হিসাবে গণনা করে বেতন-ভাতা ও জেষ্ঠ্যতা নির্ধারণ, পদোন্নতি, পেনশন ও ছুটি কার্যকর করা, আত্তীকৃত কলেজসমূহে বদলির সুযোগ রাখা ও অতিদ্রুত শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।